আমাজন কিন্ডল (Amazon Kindle) ডাইরেক্ট পাবলিশিং গাইডলাইন

বই পড়তে আমরা অনেকেই ভালোবাসি । অনেকে লিখতে ও পছন্দ করি। কিন্তু ভাবুন তো আপনার লেখা বইটি-ই যদি হয় আয়ের উৎস । অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের বিখ্যাত ই-কর্মাস ওয়েবসাইট। যেখানে প্রতিনিয়তই বেচা-কেনা হচ্ছে প্রচুর প্রোডাক্ট। আর অ্যমাজনেই বই পাবলিশ করে ইনকাম করার সুযোগ রয়েছে। আমরা যেমন রকমারী থেকে বই কিনি। আমরা কিন্তু শুধু বই এর হার্ডকপি কিনে থাকি কারণ আমরা এখনও পিফিএফ পড়ে অতটা অভ্যস্ত না । কিন্তু বাইরের দেশ গুলোতে কিন্তু সবাই পিডিএফ, অডিওবুক পড়ে অভ্যস্ত। পৃথিবীর সব বিখ্যাত লেখক থেকে শুরু করে নতুন এবং প্রায় সব বিষয়ের বই ই সেখানে পাওয়া যায়।  বাইরের দেশের বেশির ভাগ মানুষই অ্যামাজন থেকেই বই কিনে। মিলিয়ন ডলারের বিজনেস অ্যামাজনের এই প্লাটফর্মকে ঘিরে  এই প্লাটফর্মে এমন লেখক রয়েছে যারা বই লিখেই মিলিয়ন ডলারের মালিক হয়েছেন ।

Amazon Kindle Direct Publishing প্লাটফর্ম এ ডিজিটাল বই ছাড়াও কিন্তু বই এর হার্ড কপিও সেল করা যায়।  বেশ কয়েকটি সেকশনে KDP তে কাজ করা যায় (Kindle Store , Acx , Books)

Kindle Store

অনলাইনে Kindle Store এর বই পড়া যায় এবং বই এর হার্ডকপি ও সেল হয় । এছাড়াও page read এর মাধ্যমে ডলার ইনকাম করা ‍সম্ভব । যদি আপনি Kindle Store এ একটি বই পাবলিশ করেন তাহলে আপনার বই থেকে তিনটি মাধ্যমে রেভিনিউ আসতে পারে ।

  • Kindle Store
  • Paperback and
  • Read

আপনি যদি একটি ভালো নিশ সিলেক্ট করে এর উপর ভালো মানের কোয়ালিটিফুল বই পাবলিশ করতে পারেন তাহলে কয়েক দিনের মধ্যেই বই সেল করে ইনকাম করা সম্ভব ।

অনেকেই Kindle Store এ কাজ করাটা কঠিন মনে করে । আপনি যদি লেখক হন কিংবা শখের বশেও লেখা লেখির অভ্যাস থাকে, তাহলে তো কথাই নেই, এই শখ টাকেই পেশায় পরিণত করতে পারেন। আর ‍আপনি যদি ভালো লেখক নাও হয়ে থাকেন , তাহলেও কিছু স্ট্রাটেজী, ট্রিক্স বুদ্ধি আর সাথে মার্কেটিং টেকনিক কাজে লাগিয়ে ভাল মানের কোয়ালিটিফুল কন্টেন্ট সমৃদ্ধ বই পাবলিশ করে হয়ে যেতে একজন বেস্টসেলার লেখক । কি? চিন্তায় পড়ে গেলেন ? যে আমার তো বই লেখার অভ্যাস নেই বা মার্কেটিং করার মত ইনভেস্টমেন্ট ও নেই, তবে কি আমি অ্যামাজন কিন্ডলে বই লিখতে পারব না? মজার বিষয় হলো , আপনিও পারবেন বই পাবলিশ করে ডলার ইনকাম করতে কিন্তু আপনাকে জানতে হবে কিছু ট্রিক্স এবং স্ট্রাটেজী। যেগুলো ফলো করলে আপনিও এই সেক্টরে সাক্সেসফুল একজনের হতে পারেন। আমি মনে করি, প্রথম কাজ করার শুরুতে কিছু স্ট্রাটেজী ,টেকনিক ফলো করে ফ্রিতে কাজ করতে পারাটাই ভালো । কারন  সবার ইনভেস্ট করার সামর্থ্য থাকে না  প্রথমদিকে।  

  • Kindle Book ছাড়াও রয়েছে Paperback (Coloring book, Notebook , Activity book, Puzzle book ) . এই বইগুলো তৈরি করেও আপনি ভালো সেল পেতে পারেন। আপনি এখন চিন্তা করতে পারেন আমি তো ভালো ডিজাইনার না । তাহলে আমি কিভাবে কাজটা করবো? আপনি ভালো ডিজাইনার না হলেও এই কাজ গুলো খুব সহজেই অনলাইন কিছু টুলস , সফওয়্যার ব্যাবহার  করে অ্যাডভান্স লেভেলেই করতে পারবেন ।

  • Acx হচ্ছে (Audio book) আপনি যে বই তৈরি করবেন আপনি চাইলে সেই বই Audio বের করতে পারবেন । অনেকেই আছে যারা বই পড়ার চেয়েও শুনতে বেশি পছন্দ করে । তারাই মূলত আপনার Audio Book গুলো কিনবে।

একটা মাত্র সাইট কিন্তু সম্ভবনা রয়েছে অনেক । আপনি যদি ধৈর্য্য ধরে ১০০’র মত বই পাবলিশ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মাসে হাজার ডলারের ওপরে আসা ‍সম্ভব । আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা Passive income. আপনার বই একবার পাবলিশ করবেন কিন্তু বই যদি বেস্টসেলার হতে পারে তাহলে সারাজীবন আপনি সেল পাবেন । আর একটি মজার ব্যাপার হলো এখানে আপনি কোন রকম মার্কেটিং না করে ও সেল পাওয়া যায় । Amazon ই আপনার বই এর মার্কেটিং করবে যার মাধ্যমে আপনি অরগানিক ভাবেই সেল পাবেন। এছাড়াও যাদের ইনভেস্ট করার সামর্থ্য আছে , তারা মার্কেটিং এ  ইনভেস্ট করেও ভালো সেল করতে পারবে। তবে আপনার বই এর নিশ যদি ভালো হয় তাহলে আপনি ইনভেস্ট ছাড়াই সেল করে হাজার ডলার ইনকাম করতে পারবেন ইন শাহ ল্লাহ।  

New Year offer 2023🔔

নতুন বছর উপলক্ষ্যে সীমিত সময়ের জন্য এনকোডেমীর সকল কোর্স এবং ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে ৫০% ডিস্কাউন্টে এনরোল করার সুযোগ থাকবে। 📗 অফারটি পেতে ইউজ করুন NEWYEAR23 এই কুপন কোডটী

We don’t spam! Read our privacy policy for more info.

Related Articles

অ্যামাজন কেডিপি (KDP)সেলফ পাব্লিশিং উইথ লো কন্টেন্ট বুকস বিজনেস গাইডলাইন (A to Z)

বই পড়তে আমরা অনেকেই ভালোবাসি। অনেকে লিখতে পছন্দ করি। কিন্তু ভাবুন তো আপনার লিখা বইটি-ই যদি হয় আয়ের উৎস। অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের বিখ্যাত ই-কমার্স সাইট।…

অ্যাপ স্টোর অপটিমাইজেশন

ফ্রীলেন্সিং নিয়ে অনেক প্রশ্ন, আমি প্রায়ই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হই | আবার নতুনদের আগ্রহ দেখে ভালও লাগে | প্রায়ই অনেকেই ইমেইল করে অনলাইনে কি…

পাইথন এবং জ্যাঙ্গো – ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার ক্যারিয়ার গাইডলাইন

বর্তমান যুগে ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয় একটি টপিক । কিন্তু এই ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট আসলে কি তার কোন সঠিক ধারনা হয়তবা আমাদের অনেকেরই নেই  আমরা…

ফুলস্ট্যাক মার্ন (MERN) ডেভেলপার ক্যারিয়ার গাইডলাইন

বর্তমান যুগে ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একটি জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলোজি। কিন্তু এই ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট আসলে কি তার কোন সঠিক ধারণা আমাদের অনেকেরই নেই। আজ আমি…

সি প্রোগ্রামিং দিয়েই শুরু হোক প্রোগ্রামিং ক্যারিয়ার

একদম বিগিনিং লেভেল এ যদি আপনি কারোর কাছে প্রোগ্রামিং শিখার জন্য পরামর্শ চান তাহলে হয়ত এই কথাটায় সবচেয়ে বেশী শুনে থাকবেন যে, “ সি প্রোগ্রামিং…

Responses

Your email address will not be published. Required fields are marked *

ব্লাক ফ্রাইডে উপলক্ষ্যে সীমিত সময়ের জন্য এনকোডেমীর সকল কোর্স এবং ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে ৪০% ডিস্কাউন্টে এনরোল করার সুযোগ থাকবে। 📗 অফারটি পেতে ইউজ করুন "ENCODE40" এই কুপন কোডটি